চিরাচরিত আদর্শের বেড়াজাল কাটানো হোক বা জোরালো কোনও সিদ্ধান্ত নেওয়া হোক, আমাদের সমাজ কিন্তু নিত্য বদলাচ্ছে। ‘নতুন স্বাভাবিকের’ ছন্দে পা মেলানো থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আনকোরা নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া, ‘উদ্ভাবনই’ এর একমাত্র উত্তর!
Daikin-এ আমরা এমন নতুনত্ব আনায় বিশ্বাস রাখি যা শুধু জীবন সহজ করাই নয়, বরং জীবন আমূল বদলে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা সে বিভিন্ন প্যাথোজেনের হাত থেকে ঘরের ভিতরের বাতাসকে সুরক্ষিত রাখতে ‘স্ট্রিমার ডিসচার্জ’-এর মতো নতুন পেটেন্ট পাওয়া প্রযুক্তিই হোক বা পরিবারের একদম অপটু সদস্যের ব্যবহারোপযোগী করে তোলার জন্য ভয়েস-অ্যাসিস্ট্যান্ট কম্প্যাটিবিলিটিই হোক, Daikin সর্বদাই উদ্ভাবনের জগতে এমন এক অগ্রণী নাম যারা জীবন আমূল বদলে দেয়। এবং ঠিক সেই জন্যই আমরা সব থেকে উৎকৃষ্ট কুলিং সলিউশন আনার লক্ষ্যে অটল থাকি। আমরা #InnovatingForChange-এর আদর্শে বিশ্বাসী।